Call

হ্যাঁ আপনি ঠিকৈই বলেছেন । তবে জ্ঞানের দুটি দিক রয়েছে-1। ভালো 2। মন্দ-আপনার কাজ হচ্ছে আপনি যে জ্ঞানটা অর্জন করবেন তা মানুষের কল্যাণে আসবে কি ? না। যদি আপনার এবং মানুষের কল্যাণে আসলে তাহলে অবশ্যই এটি শহীদের মর্যাদা পাবে। অন্যথায় নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না ভাই এটা হাদীস নয়। এটি হাদীস নামে একটি জাল বর্ণনা। প্রখ্যাত রিজাল শাস্ত্রজ্ঞ খতীবে বাগদাদী বলেন, এটি জাল হাদীস। তবে কেউ কেউ এটাকে হাসান বসরী রাহ. এর বক্তব্য বলে উল্লেখ করেছেন।

http://library.islamweb.net/hadith/display_hbook.php?bk_no=1012&pid=236013&hid=429

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ