khokababu

Call

জি হ্যাঁ রাসূল (সঃ) এর জন্য এই দুনিয়া সৃষ্টি,, কারণ আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে নবি(স:) সৃষ্টি করেছিলেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হযরত আলী(রা:) হতে এই হাদিসটি বণনা হয়েছে।তিনি বলেন,একদিন আমি নবীজী (সা:) এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় সাহাবী জাবের বিন আবদুল্লাহ আনসারী(রা:) হুজুর (সা:) এর সামনে উপস্থিত হয়ে আরজ করলেন,ইয়া রাসুলুল্লাহ (সা:)! আমার পিতা ও মাতা আপনার কদমে কোরবান হউক।আপনার নিকট একটি বিষয় জানতে আরজ রাখি,অনুগ্রহ পূর্বক  জানায়ে বাধিত করুন- আল্লাহতালা সৃষ্টি জগতের মধ্যে কোন বস্তুটি সর্বপ্রথম সৃষ্টি করেছেন?

উত্তরে রাসুলুল্লাহ (সা:) বলেন, হে জাবের! আল্লাহতালা সব কিছু সৃষ্টির আগে তাঁর কুদরতি অপূর্ব নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন।

এরপর সেই নূরকে সযত্নে একটি খাস জায়গায় রাখার পর তিনি সে স্থানে বসে আল্লাহতালার ইবাদত-বন্দেগী করে ১২০০০বছর কাটিয়ে দিলেন।আর সে সময়কার একটি দিন ছিল পৃথিবীর ১০০০বছর এর সমান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ইসলাম সম্বন্ধে ভুল জানেন, সত্য যাচাই করে নিবেন।

https://www.youtube.com/watch?v=JzNJCJTHQCY
https://www.youtube.com/watch?v=IpT7FM6B6DA
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জাবির (রাঃ) রাসুলুল্লাহ (সাঃ)-কে প্রশ্ন করেন, আল্লাহ সর্বপ্রথম কী সৃষ্টি করেন? উত্তরে তিনি বলেনঃ সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তাঁর নূর থেকে সৃষ্টি করেন। এরপর এ লম্বা হাদীসে উল্লেখ করা হয়েছে যে, এ নূরকে বিভিন্ন ভাগে ভাগ করে তা থেকে আরশ, কুরসী, লাওহ, কলম, ফিরিশতা, জিন, ইনসান এবং সমগ্র বিশ্বকে সৃষ্টি করা হয়। এ হাদীসটির অর্থ ইতোপূর্বে উদ্ধৃত সহীহ মুসলিমের হাদীসের সাথে সাংঘর্ষিক। কারণ, তাতে বলা হয়েছে, ফিরিশতাগণ নূর থেকে, জিনগণ আগুন থেকে এবং মানুষ মাটি থেকে সৃষ্ট। আর এ হাদীসে বলা হচ্ছে যে, ফিরিশতা, জিন, ইনসান ও মহাবিশ্বের সব কিছুই নূর থেকে সৃষ্ট। তারপরও এ হাদীসটির বক্তব্য আমাদের কাছে আকর্ষণীয়। যদি রাসুলুল্লাহ (সাঃ)-এর নামে মিথ্যা বলার বা যা শুনব তাই বলার অনুমতি থাকতো তবে আমরা তা নির্দ্বিধায় গ্রহণ করতাম ও বলতাম। কিন্তু যেহেতু তা নিষিদ্ধ তাই কুরআন ও সুন্নাহ-এর নির্দেশ অনুসারে আমরা সনদ অনুসন্ধান করতে বাধ্য হই এবং নিম্নের বিষয়গুলি জানতে পারি। বিশ্বে বিদ্যমান কোনো হাদীস গ্রন্থে হাদীসটি সনদ-সহ পাওয়া যায় না। আমরা বলেছি, একটি হাদীস সাধারণত অনেকগুলি হাদীসের গ্রন্থে সনদ-সহ সংকলিত থাকে। কিন্তু এ হাদীসটি কোনো হাদীস গ্রন্থেই সংকলিত হয় নি। রাসূলুল্লাহ (সাঃ) নূর দ্বারা সৃষ্ট এরূপ কোনো কথা কুরআন কারীমে নেই। কুরআনের কোনো কোনো আয়াতে ব্যবহৃত ‘নূর’ শব্দের ব্যাখ্যায় কোনো কোনো মুফাসির বলেছেন যে, নূর বলতে মুহাম্মাদ (সাঃ)- কে বুঝানো হয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) নূর দ্বারা সৃষ্ট- এ অর্থে প্রচলিত কিছু হাদীস রয়েছে তবে লক্ষণীয় যে, মুসলিম উম্মাহর প্রসিদ্ধ হাদীসগ্রন্থগুলিতে এ বিষয়ে একটি হাদীসও পাওয়া যায় না। সুপ্রসিদ্ধ সিহাহ-সিত্তাহ, মুসনাদ আবী হানীফা, মুআত্তা মালিক, মুসনাদ শাফিয়ী, মুসনাদ আহমাদ ইত্যাদি প্রসিদ্ধ হাদীসগ্রন্থগুলির মধ্যে এ বিষয়ে কোনো হাদীসই পাওয়া যায় না। জনাব! কুরআন ও সহীহ হাদীসের ভাষ্য থেকে জানা যায় যে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরী ছিলেন না এবং তিনি সর্বপ্রথম সৃষ্টিও ছিলেন না। সহীহ হাদীস থেকে জানা যায় যে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিষটি সৃষ্টি করেছেন, তা হচ্ছে কলম। তারপর কলমকে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে বললেন। (সিলসিলায়ে সাহীহাঃ ১৩৩) তিনি আরও বলেনঃ আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেনঃ লিখ। কলম বললঃ হে আমার প্রতিপালক! কী লিখব? আল্লাহ বললেনঃ কিয়ামত পর্যন্ত আগমণকারী প্রতিটি বস্ত্তর তাকদীর লিখ। রেফারেন্সঃ সহিহ হাদিসে কুদসি, হাদিস নম্বরঃ ১২৩, সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৩১৯ আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরীও ছিলেন না এবং তিনি প্রথম সৃষ্টিও নন। তিনি মাটির তৈরী মানুষ ছিলেন। আল্লাহ তাআলা বলেনঃ হে নবী! আপনি বলুন যে, আমি তোমাদের মতই একজন মানুষ। (সূরা কাহাফঃ ১১০) এ ছাড়া কুরআনের আরও অনেক আয়াত দ্বারা প্রমাণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী আদমেরই একজন ছিলেন। সুতরাং সমস্ত বনী আদম যেহেতু মাটির তৈরী, তাই তিনিও একজন মাটির তৈরী মানুষ ছিলেন। কেবল ফেরেশতাকেই আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছেন। যেমনটি বর্ণিত হয়েছে সহীহ বুখারীতে আয়েশা (রাঃ) এর হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া বিহীন অগ্নি থেকে। আর আদমকে সৃষ্টি করা হয়েছে ঐ বস্ত্ত থেকে যার বিবরণ তোমাদের কাছে পেশ করা হয়েছে। সুতরাং তিনি মাটির তৈরী হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে নবুওয়ত ও রেসালাতের মাধ্যমে সম্মানিত করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ