Jamiar

Call

প্রস্রাবে জ্বালাপোড়া,হলুদ এসব  ইউরিন ইনফেকশন এর কারনেও হয়ে থাকে সে ক্ষেত্রে এন্টিবায়োটিক খেতে হয়।

তবে আপনি প্রথমত হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শে ইউরিনেক্স সিরাপ খান, সকাল ও রাতে ২ চামচ করে ১ কাপ পানিতে মিশিয়ে  খাবেন।এবং পানি বেশি খাবেন,প্রস্রাব আটকে রাখবেন না,শাকসবজি খাবেন, খারাপ অভ্যাস(হস্তমৈথুন) থাকলে তা পরিহার করুন। 

উক্ত সিরাপ খাওয়ার পরেও কাজ না হলে একজন মুত্রনালী, মূত্রসংক্রামন ও কিডনী বিশেষজ্ঞ কাছে গিয়ে ইউরিন টেস্ট করার পরামর্শ ও চিকিৎসা নিবেন।
ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ