শেয়ার করুন বন্ধুর সাথে

পার্থক্য: 

১.আয়নিক বন্ধন ধাতু ও অধাতুর মধ্যে হয় কিন্তু সমযোজী বন্ধন শুধুমাত্র অধাতুর মধ্যে হয়। 

২.আয়নিত যৌগ পানিতে সহজে দ্রবনীয় কিন্তু সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় নয় কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে। 

৩.আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে সমযোগী যৌগ করে না।

 ৪.স্থির বৈদ্যুতিক আকর্ষের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয় কিন্তু সমযোগী যৌগ গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ