যদি একজনের বীর্য অন্য কারো শরীরে লাগে,তাহলে তার জন্য গোসল ফরয হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
যদি এক জনের বীর্য অন্য কারো শরীরে লাগে, তাহলে তার জন্য গোসল ফরয হবে না।

মানুষের শরীর থেকে বের হওয়া নাপাকী (বীর্য) হলো নাজাসাতে গলিজা অর্থাৎ শক্ত নাপাকি। শরিয়তের দৃষ্টিতে এই নাপাকের হুকুম হল যদি কারো শরীর বা কাপড়ে এমন ধরনের নাপাক লাগে তখন উক্ত নাপাকীর জায়গাটুকু ধৌত করে অজু করলেই পবিত্র হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ