Jamiar

Call

যেহেতু সহবাসের সঠিক সময়ে ইমার্জেন্সি পিল খেয়েছেন  সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।  তবে উক্ত পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো  প্রভাব ফেলতে পারে যা

  • তলপেটে ব্যথা  
  • মাথা ঘুড়া,বা মাথা ব্যথা,
  • বমি ভাব।
  • খাবারে অরুচি ।
  • শারীরিক দুর্বলতা।
  • মাসিক অনিয়মিতভাবে হওয়া।
  • তলপেটে অসস্থি বা তলপেটে /  জরায়ু ফুলে থাকা
 এছাড়াও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে আর  এসব ইমার্জেন্সি পিল সেবনের কারনে হয়ে থাকে সে ক্ষেত্রে উক্ত সমস্যা গুলো অসহনীয় হলে চিকিৎসক এর কাছে চিকিৎসা ও পরামর্শ নিবেন। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ