Jamiar

Call

আপু আপনাকে আগেই বলেছিলাম যে একজন গাইনি চিকিৎসক এর কাছে  যাবেন এবং যোনির উপরের গোটার সম্পর্কে বলুন ও প্রয়োজনে গাইনি  চিকিৎসকে উক্ত স্থানটি দেখাতে পারেন। আপনার উক্ত ঔষধ গুলোর মধ্যে (supra-b,,,tamen) এই দুইটার মধ্যে একটা ভিটামিন বি কমপ্লেক্স ও অন্য টি প্যারাসিটামল ।ও  (norvis) এই ঔষধটি পরিপাকতন্ত্র, জরায়ু ও মূত্রথলীর পেশীর সংকোচনকে শিথিল করে। অর্থাৎ এটি আপনার যোনি ও জরায়ুর সংক্রান্ত কোন সমস্যা থাকলে বা প্রস্রবে জ্বালাপোড়া হলে বা ব্যথা হলেও এটি কাজ করবে কিন্তু আপনার যোনির উপরের থাকার গোটার তেমন উপকারে আসবে না বলে মনে করি। তাই ভালো হবে একজন দক্ষ গাইনি চিকিৎসক এর সন্ধ্যানে যান ও সঠিক ভাব পর্যালোচনা করে ঔষধ খান।

Talk Doctor Online in Bissoy App