আমি ইউটিউব থেকে গান ডাউনলোড করতে দশ টাকার এমবি কাড কিনেছি কিন্ত একটা গান ডাউনলোড করতে এমবি শেষ? আমি কী ব্যবহার করবো যাতে অনেক গুলো গান ডাউনলোড করতে পারি? আর এমবি কিনলে ভালো হবে নাকি জিবি বলুন
Share with your friends
Call

MB Card তুলনামূলকভাবে অনেক ব্যায়বহুল। কোন সীম ব্যবহার করেন সেটা বলেন নি। যদি বাংলালিংক ব্যবহার করে থাকেন তাহলে 36 টাকায় 1.5 জিবি নেট পাবেন। মেয়াদ 04 দিন। আমার মতে MB Card না কেনাই ভাল। আর এমনিতে জিপিতে 03 দিনের প্যাক গুলো সাশ্রয়ী। 07 দিনের গুলোর খরচ একটু বেশি। আর বাংলালিংকে 129 টাকায় 10 জিবি নেট পাবেন মেয়াদ 07 দিন। কিন্তু গ্রামীনের এমবি কার্ডে 129 টাকা খরচ করলে 02 জিবি পাবেন বলেও মনে হয় না। আপনার এরিয়াতে যদি বাংলালিংকের নেট ভাল থাকে তাহলে আপনি একটা সীম নিয়ে নিন ওদের থেকে। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App