পাউন্ড শব্দটির অর্থ কী? প্রমাণসহ জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
  • পাউন্ডঃ বাংলাদেশের মুদ্রার একককে যেমন টাকা বলে, তেমনি যুক্তরাজ্য বা ব্রিটিশ মুদ্রার একককে পাউন্ড বলে। টাকার যেমন কোনো শাব্দিক অর্থ নেই, তেমনি পাউন্ডেরও কোনো শাব্দিক অর্থ নেই। টাকা যেমন সব ভাষায়ই টাকা, তেমনি পাউন্ড সব ভাষায়ই পাউন্ড। অন‍্যদিকে, ওজনের পরিমাপ (৪৫৩.৬ গ্রাম)কে পাউন্ড বলে। আবার, বিপদগামী পশু বা ক্রোক করা মালপত্র রাখার জন্য ঘেরাও করা স্থানকে খোঁয়াড়, গুদাম বা পাউন্ড (Pound) বলে।
  • তবে ইংরেজি পাউন্ড (Pound) শব্দের অর্থঃ
  1. পিটানো।
  2. চূর্ণ করা।
  3. থেঁতলানো।
  4. খোঁয়াড়।
  5. পিষা।
  6. খোঁয়াড়ে বন্ধ করা।
  7. প্রায় অর্ধসের।
  8. মাড়া।
  9. ছেঁচা।
  10. আঘাত করা। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ