নিয়ামক শব্দটির যতগুলো অথ আছে সবগুলো দিন?
শেয়ার করুন বন্ধুর সাথে

নিয়ামক:-

1। নিয়ন্ত্রণকারী (নিয়ামক আইন); 

২।পরিচালক, controller (বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক); 

3। নিয়মকর্তা; 

4।(জ্যামি.) বক্রাদি অঙ্কনে ব্যবহার্য স্হির রেখা, directrix (বি. প.)। [সং. নি + √ যম্ + অক]। 

(সুত্রঃ- বাংলা অভিধান) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'নিয়ামক' শব্দের অর্থঃ
  1. সালিশ।
  2. মধ্যস্থ।
  3. প্রশমক ব্যক্তি।
  4. প্রশমক বস্তু।
  5. যে বা যা শান্ত বা নিয়ন্ত্রিত করে।
  6. পরীক্ষা নিয়ন্ত্রক।
  7. সভাপতি।
  8. শাসনকর্তা।
  9. হিসাবাধ্যক্ষ।
  10. নিয়ন্তা।
  11. নিয়ন্ত্রণকারী।
  12. ব্যবস্থাপক।
  13. নিয়ন্ত্রক।
  14. রেগুলেটর।
  15. গতিনিয়ন্ত্রক।
  16. রেজিস্ট্রার।
  17. করণাধ্যক্ষ।
  18. নিবন্ধরক্ষক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ