ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে আপনাকে ইংলিশ শুনতে হবে নিয়মিত। পড়তে হবে ইংলিশ ভার্সনে দৈনিক নিউজ পেপার। বলতে হবে শিশুদের মতো ছোট কোনো বিষয় নিয়ে একটু বেশি কথা। বাক্য ব্যাকরণ সম্মত করতে হলে টেন্সের পাশাপাশি বাকি সব গ্রামারটিকাল বিষয় শিখতে হবে হালকা পাতালা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

টেনস এর পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে ইংরেজি ভোকাবুলারি জানতে হবে।নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।টিভি তে বিভিন্ন ইংলিশ প্রোগ্রাম , নিউজ এবং মুভি দেখতে হবে।সবশেষে আপনার বন্ধু-বান্ধব , প্রতিবেশী এবং আত্নীয়দের মাঝে যারা ইংরেজি জানে তাদের সাথে ইংরেজিতে অনর্গল কথা বলার মাধ্যমে বারবার অনুশীলন করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArmanXPC

Call

আপনি পৃথিবীর সকল টেন্স শিখলেও ইংরেজিতে কথা বলতে আটকে যাবেন, কারণ জ্ঞান যতক্ষণ প্রয়োগ করা হয় না ততক্ষণ তা ক্ষমতাহীন। অনর্গল কথা বলার একমাত্র উপায় হলো প্র্যাকটিস। আমি সত্য বলছি আমার এক্সপেরিয়েন্স থেকে, আমি জীবনে গ্রামার বাই উল্টাইনি, তবুও আমার ক্লাসে ইংলিশে ফার্স্ট বয় ছিলাম, কারণ আমার প্রতিমিয়ত বিদেশিদের সাথে কথা হতো এখনো হয় এবং কথা বলতে বলতে একসময় কীভাবে সব শিখা হয়ে গেল কিভাবে অনর্গল ইংলিশ বলতে পারতেছি তা খেয়াল করিনি।অথচ আমার কয়েকটা বন্ধু এখনো ইংলিশে দুটো বাক্য বলতে হিমশিম খায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার ইংরেজীতে ভাল কথা বলতে হলে খুব বেশি গ্রামার জানার দরকার নেই।আপনার ইংরেজী শব্দ ভান্ডডার বাড়াতে হবে,বেশি বেশি ইংলিশ মুভি দেখতে হবে,ইংলিশ শর্ট ফিল্ম দেখতে হবে,এইগুলোর যেন সাবটাইটেল থাকে,আপনাকে ইংরেজী নিয়ে ভাবনা চিন্তা আনতে হবে,আপনার মত ইংরেজী শেখার আগ্রহী পাটনার বেচে নিন,যতটুকু পারবেন ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে ,ভিতর থেকে লজ্জা ভয় দুর করে ফেলুন ,এই গুলো মেনে চলুন আসা করি আপনি ইংরেজীতে অনর্গল কথা বলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ