image facebook পেজে পোস্ট করার পর Boost করার অপশন আসে ৷ পরে Boost এ ক্লিক করলে এমন আসে ৷ লাল মার্ক করা লিখাটার মানে কি? কেন আসে এটা? এটির জন্যে কোন সমস্যা হবে কি পেজে? পেজের পোস্টে? সবার কাছে পোস্ট যাবে তো?


Share with your friends
Call

Boost করতে যাবেন না। Boost মানে হল ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিয়ে এই পোস্ট টা বেশি করে শেয়ার করবে। সহজ ভাবে যদি বলি তাহলে boost মানে হল বিজ্ঞাপন দেওয়া। এবং এ জন্য আপনাকে টাকা দিতে হবে ফেসবুককে। Boost অপশন আসতেই পারে। কিন্তু আপনি সেটা এড়িয়ে গেলেই ঝামেলা শেষ।  এরপর আপনার আর লাল লেখাটার মানে জানার প্রয়োজন নেই। তারপরও বলি - আপনি কোন বিষয়ে Advertise করতে চাইলে আপনাকে কিছু নিয়ম নীতি মেনে তারপর সেটা করতে হবে। এখানে ওরা এই নিয়মের নাম দিয়েছে Non Discrimination Policy. মানে আপনি কোন বিষয় নিয়ে বৈষম্য তৈরি করতে পারবেন না। এই লেখার ওপর ক্লিক করে আপনাকে সেটা নিশ্চিত করতে বলছে ওরা। আশা করি বুঝতে পেরেছেন।  ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App