Jamiar

Call

হ্যা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে তবে যদি ওনার পিরিয়ড ঠিক মত হয়।  অর্থাৎ ওনার বাচ্চা প্রসবের ৪০/৪৫ দিন পর থেকে যদি  পিরিয়ড শুরু হয় এবং সেটি যদি নিয়মিত ভাবে হতে থাকে তাহলে প্রেগন্যান্সি সম্ভাবনা থেকেই যা। কিন্ত বিশেষ করে ২ মাস বাচ্চাকে দুধ খাওয়াকালিন মায়ের পিরিয়ড ঠিক মত হওয়ার সম্ভাবনা কমেই থাকে। কারো ক্ষেত্রে বাচ্চা প্রসবের ৭/৮ মাস পর পিরিয়ড ক্লিয়ার  হয়  যা বাচ্চা প্রসবের ৪০ দিন পর  অনিয়মিতভাবে হতে থাকে যা সামন্য সামান্য করে। আবার কারো ক্ষেত্রে একে বারই পিরিয়ড বন্ধ থাকে ৬/৯ মাস পর্যন্ত । যেহেতু  ২ মাসের বাচ্চা রয়েছে তাহলে এই অবস্থায় সহবাসে কনডম নিবেন। জন্মবিরতীকরন কোন পিল বা কোন রকম পদ্ধতি গ্রহন করবেন না।   এখন বলা সম্ভব না প্রেগন্যান্ট হবেন কিনা তাই অপেক্ষা করুন পরবর্তীতে পিরিয়ড না হওয়া পর্যন্ত। পরবর্তীতে পিরিয়ড হলে প্রেগন্যান্ট হবেন না। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ