ইসলামী শরীয়তে বগল তলের লোম ছিড়ে ফেলার বিধান জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

বগল তলের লোম গুলো ছিড়ে ফেললে কোন সমস্যা হবে না । অর্থাৎ গুনাহ হবে না

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যেভাবেই হোক, আপনার বগলের লোম লম্বা হয়ে গেলে তা ছোট করতে হবে,না হলে নামাজ হবে না-

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বগলের তলের লোম উপড়ে ফেলা সুন্নত। তবে অন্য কোন ভাবেও তা পরিষ্কার করার অনুমতি ইসলামে রয়েছে। যেমন চাঁছা বা কাঁচি দিয়ে কাটা ইত্যাদি। এ বিষয়ে হাদীসে এসেছে, আয়েশা রা. থেকে বর্ণিত একটি হাদিস যাতে তিনি বলেন: আল্লাহর রাসূল সা. বলেছেন: দশটি কাজ প্রকৃতির অন্তর্গত (অর্থাৎ, মানুষের স্বভাবগত আচরণ) গোঁফ ছেঁটে রাখা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুলের গিরাগুলো ঘষে-মেজে ধৌত করা, বগলের লোম তুলে ফেলা, নাভীর নিচের লোম চেঁছে ফেলা এবং মলমুত্র ত্যাগের পর পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করা।” যাকারিয়্যা বলেন: মুস’আব বলেছেন: আর আমি দশ নম্বরটি ভুলে গেছি। তবে ওটা পানি দিয়ে কুলি (মুখ পরিষ্কার) করা হতে পারে। -সহীহ মুসলি, হাদিস নং (২৬১)

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ