আমার মোবাইলের প্যাটার্ন লক ভুলে গেছি এখন কি করব? কিভাবে লক টি খুলব? Walton Primo Nh3 Lite
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার ফোনের up volume button ও down volume button এবং power switch button একসাথে চেপে ধরুন তারপরে recovary reset data & Factory reset আসবে আপনি ওই অপশনে গেলে ওখানে yes লেখা আসবে আপনি ওটা Select করুন । আপনার মোবাইলের সমস্ত ফোন মেমোরীর নাম্বার ও ফোন মেমোরীর সমস্ত তথ্য মুছে যাবে তবে লক থেকে নিজের ফোনকে এটা করে বাচাঁতে পারেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Joy

Call

আপনি এ বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও পাবেন নিজে নিজে কি ভাবে প্যাটার্ন ভুলে গেলে খুলতে হয়।নিজে নিজে প্যাটার্ন খুলতে হলে আপনাকে youtube এর সাহায্য নিতে হবে কারন এটি লিখে বুঝানো সম্ভব না।আর যদি না চান তাহলে ফ্লাশ মারতে পারেন।100-150টাকার মধ্যে ফ্লাশ মারতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call
আপনি ফোন রিসেট করার মাধ্যমে ফোন আনলক করতে পারেন।
আপনি প্রথমে আপনার মোবাইলটি বন্ধ করে নিন । এরপর ডিভাইসটি চালু করার সময় Power button + Volume up অথবা Power button + Volume Down button একসাথে চেপে ধরে ডিভাইসটি অন করুন। এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।
বিভিন্ন কম্পানির ডিভাইসে এই পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে, তাই এটা কাজ না করলে নিচেরগুলো ট্রাই করুন।
  1. Volume Down+ Volume Up+ Power button
  2. Volume Down+ Power button
  3. Volume Up+ Power button
  4. Volume Up+ Camera button
  5. Volume Up+ Home+ Power button
  6. Home+ Camera button
  7. Home+ Power button


উপরের যে কোন একটি কম্বিনেশন অবশ্যই কাজ করবে বলে আশা করি। এই কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড-এ যাবেন সেখানে “wipe data/ factory reset/ factory format/backup data/ restore data/ reboot system” স্মার্টফোন ভেদে এজাতীয় যে কোন কিছু লেখা দেখা যাবে, তা সিলেক্ট করুন। (এখানে টাচ কাজ করবে না, এজন্য আপনাকে ভলিউম আপ ডাউন বাটনের সাহায্য নিতে হবে।) সিলেক্ট করার পর ইয়েস এবং নো অফশন থেকে “Yes” সিলেক্ট করতে হবে।
এছাড়াওসিলেক্ট করার জন্য ব্রান্ডভেদে হোম বাটন বা পাওয়ার বাটন কাজ করতে পারে। সবশেষে সেটটি রিবুট করুন । আশা করি বুঝতে পেরেছেন।


২য় পদ্বতিঃ
  1. ফোন এ USB debugging on করা থাকতে হবে (Settings>Developers options>USB debugging)।
  2. ADB driver এ ফোন আপনার পিসি তে না পেলে আপনার ফোন এর জন্য compatible driver পিসি তে ইন্সটল করা থাকতে হবে।
  3. সব ঠিক মত সেটআপ করা থাকলে ফোন অন করা অবস্থায় কেব্‌ল দিয়ে পিসি এর সাথে connect করুন।
  4. কম্পিউটারে RUN ওপেন করুন (window+R অথবা সার্চ এ যেয়ে RUN লিখলেই চলে আসবে অথবা স্টার্ট মেনুতেও পাবেন) ।
  5. RUN ওপেন হলে বক্স এ cmd লিখে এন্টার চাপুন। কালো রং এর command prompt window ওপেন হবে।
  6. cmd তে adb shell লিখে এন্টার চাপুন।
  7. আবার rm /data/system/gesture.key লিখে এন্টার চাপুন। ( pattern এর বদলে password দেয়া থাকলে gesture এর যায়গায় password লিখবেন)
  8. ফোন পিসি থেকে আনপ্লাগ না করেই ফোন restart দিন।
  9. ফোন চালু হলে পিসি থেকে কানেকশান খুলে ফেলুন।
  10. এবার pattern বা password চাইলে নিজের ইচ্ছে মত যে কোনটা দিন। ফোন ওপেন হয়ে যাবে।
  • Cygwin লিঙ্ক এবং গাইড – https://cygwin.com/install.html
  • ADB লিঙ্ক – http://adbtoolkit.com/adb-toolkit-1.5.9.rar
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ