Call

ইসলামের ৫ টা স্তম্ভ এর মদ্ধে এক টি হল রোজা। সে রোজা করল সে একটি ঠিক ভাবে মানল। কিন্তু সে আরেক টি স্তম্ভ নামাজ ও টা মানল না, না মানার কারনে সে গুনাগার হল। ৫ টার মদ্ধে যে যেটা মানবে না তার সেই টার গুনা তার আমোল নামাই যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একজন মুমিনের জন্য আবশ্য কর্তব্য হলো নামায আদায় করা। কারণ হাদীসে এসেছে- যে নামায আদায় করে না ইসলামে তার কোন অংশ নেই। অন্য হাদীসে বলা হয়েছে- ঈমান ও কুফরের মাঝে পার্থক্য হলো নামায। তাই নামায পরিত্যাগ করা মারত্মক পাপ। এমন পাপী ব্যক্তির কাল কিয়ামতে কঠিন শাস্তির সম্মুক্ষীণ হবে। আর রমযান মাস তো ইবাদতের মৌসুম তাই এমন ইবাদতের ভরা মৌসুমে নামায আদায় না করা আরও দুর্ভাগ্যের বিষয়। যাহোক এমন ব্যক্তি রমাযানের রোযা রাখলে তার রোযা আদায় হয়ে যাবে। তবে নামায আদায় না করার কারণে কঠিন শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ