আমি একটি এক্সেল অফিসে আমার সিভি ড্রপ করেছিলাম। সেই অফিসে সব কাজই নাকি এক্সেলের কাজ। এখন আমার প্রশ্ন হল একটি অফিসে এক্সেলের কোন ধরনের কাজ হতে পারে? আমি যখন কম্পিউটার কোর্স করেছিলাম; তখন সামান্য কাজ শিখিয়েছিল। বাট এখানে নাকি অ্যাডভান্স লেভেলের কাজ। এখন সেই অ্যাডভান্স লেভেলের কাজটা কি? কেউ যদি সঠিক তথ্যটি ‍দিয়ে আমায় একটু সহযোগিতা করতেন তাহলে সত্যিই আমার খুব উপকার হত। অ্যাডভান্স লেভেলের কাজগুলো ইউটিউবে কোন চ্যানেলে শিখা যায় দয়া করে একটু লিঙ্ক দিয়ে সহযোগিতা করবেন,প্লিজ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোন অফিসে চাকুরী করতে গেলে তাদের কাজের ধরন হিসেবে কাজ করা হয়। অনেক অফিসে আছে যেখানে বিভিন্ন ধরনের সূত্র ব্যবহার করা হয়। এখন বেশির ভাগ অফিসে তাদের নিজেস্ব সফটওয়ার ব্যবহার করে। যখন কাউকে নিয়োগ দেয়া হয় তখন তার কাছ থেকে শুধু যোগ, বিয়োগ, ভাগ, গুন, শতকরা, If, or, And, Sumif, etc এগুলো সম্পর্কে যানতে চায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ