Jamiar

Call

না এটা কোন সমস্যা নয়। আসলে মেয়েদের সাধারণত ২১ থেকে ৩৫ দিন পর পর পিরিয়ড হয়ে থাকে। প্রতিটি পিরিয়ডেই একটি নির্দিষ্ট পরিমাণে রক্তক্ষরণ হয়ে থাকে। ব্যক্তিভেদে পিরিয়ডের ব্যাপ্তিকাল ৩ দিন থেকে ৭ দিনের মধ্যে স্থায়ী    হয়ে থাকে।

যদি আপনার পিরিয়ড ৩ দিন থেকে ৭ দিনের মধ্যে স্থায়ী হয়ে থাকে তাহলে কোন সমস্যা নাই।দুশ্চিন্তা করবেন না।

আসলে প্রতিমাসেই মেয়েদের শারীরিক   ও মানুসিক ও বিপি একই অবস্থায় থাকে না কাজেই প্রতি মাসে একই সময়ে পিরিয়ড নাও হতে পারে কয়েকদিন আগে বা পরে হতে পারে।  এ নিয়ে দুশ্চিন্তা কিছু নাই।

তবে ২১ দিনের কম সময়ে  অথবা ৩৫ দিনের বেশি সময়ে পর পর প্রতি মাসে রক্তক্ষরণ হলে এবং তা    ৭ দিনের বেশি সময় ধরে রক্তক্ষরণ হলে  সমস্যা বলে বিবেচনা করা যাবে।কাজেই এ ক্ষেত্রে আপনি সুস্থ্য রয়েছেন

আশা করি বুঝতে পারছেন।

ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ