২০১৮ ও ২০১৯ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা দিয়েও কোথাও চান্স পায়নি।বর্তমানে আমি,কুষ্টিয়া সরকারী কলেজে অনার্স ১ম বর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি আছি।আমি জানতে চাচ্ছি,কিভাবে পড়াশোনা করলে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারব?এবং,অনার্সে পড়াকালীন সময়ে আমি কি কি বই পড়ব? অন্য প্রস্তুতি হিসাবে? উল্লেখ্য,আমার এসএসসি ৪.৭৭(বিজ্ঞান) ও এইচএসসি ৪.১৮(মানবিক)।
শেয়ার করুন বন্ধুর সাথে