গতকাল (১৭/১১/১৯)আমার ভাতিজাকে (বয়স ১৩ বছর) বাড়ির পোষা বাড়ালের বাচ্চা  হাতের কব্জিতে আচড় কাটে। এরফলে সেখান কেটে যায় ও খানিকটা রক্ত বের হয়। পরেরদিন (১৮/১১/১৯) জেলা সদর হাসপাতাল থেকে টিকা দিয়ে আসি। রক্ত বের হওয়ার জন্য কি তাকে RIG ভ্যাকসিনও দিতে হবে? জানালে উপকৃত হবো।
Share with your friends
Jamiar

Call

যেহেতু টিকা দিয়েছেন তাহলে আর কিছু লাগবে না। আপনি রক্ত বন্ধ করার জন্য ভায়োডিন লাগান তুলো দিয়ে,ব্যথা করলে চিকিৎসক এর পরামর্শে ব্যথা নাশক ঔষধ খাওয়ান।

Talk Doctor Online in Bissoy App
Meaning

Call

বিড়াল কামড়ালে বা আঁচড়ালে অনেকেই ভীত থাকেন, ভাবেন জলাতঙ্ক হতে পারে- তাই ইনজেকশন নিতে ছুটে যান ডাক্তারের কাছে। আবার অনেকে ভয়াবহ কামড়কেও পাত্তা না দিয়ে ঘরে বসে থাকা পক্ষপাতি। আসলে কী করা উচিৎ তা জেনে নেওয়া যাক।\


Talk Doctor Online in Bissoy App