মসজিদে মান্নত করা শুদ্ধ নয় তাই তা পূর্ণ করাও আবশ্যক নয়। সুতরাং,যদি কেউ এধরণের মান্নত করে এবং পূর্ণ‌ও করে,তাহলে মান্নত শুদ্ধ না হ‌ওয়ায় মসজিদে দেয়া উক্ত মান্নতকৃত পশু বা বস্তুকে নফল সাদাকার পশু ধরা হবে এবং উক্ত পশু মসজিদ থেকে কিনে খাওয়া বৈধ হবে। উল্লেখ্য,যদি কেউ আল্লাহর নামে মান্নত করে এবং মান্নতকৃত বস্তু মসজিদে আগন্তুক গরীব-মিসকিনকে দেয়ার নিয়ত করে,তাহলে মান্নত শুদ্ধ হবে এবং পূর্ণ করাও আবশ্যক হবে। সূত্রঃ বাদায়েউস সানায়ে ৫/৮২ দারুল উলুম ১২/২৯,১৩২ রহমানিয়া ২/৩৪৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ