আমার বয়স ১৫বছর আর আমার প্রেমিকার বয়স ১২বছর|আমরা দুজনে একই বিদ্যালয়ে ক্লাস সেভেনে পড়ি|আমরা একে অপরকে খুব ভালোবাসি|আমি জানি যে, ইসলামে প্রেম_ভালোবাসা হারাম|কিন্তু আমি কী করবো, ওকে আমি কিছুতেই ভুলতে পারবো না|আমি ওকে খুব ভালোবাসি, এক কথায় ওকে ভুলে যাওয়া আমার পক্ষে একেবারেই অসম্ভব|তাকে ছাড়া আমি বাঁচবো না|এখন আমি কী করবো? একদিকে এই ভালোবাসার বন্ধন আমি কিছুতেই ছাড়তে পারবো না, অন্যদিকে ইসলাম প্রেম ভালোবাসা সমর্থন করেনা|ভেবেছিলাম দুজনে ভালোবেসে উপযুক্ত বয়স হলে বিয়ে করে নিবো*কিন্তু ধর্ম এসব মানে না*এখন আমি কী করবো ভেবে পাচ্ছিনা*আমি এই ভালোবাসা রাখতে পারবো কী??? দয়া করে মানসম্মত উত্তর দিবেন*কারণ আপনার গুরুত্বপূর্ন উত্তরের উপর আমার জীবন নির্ভরশীল!!!
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষকে ভালোবাসা যাবে তবে কোনো মেয়ে মানুষের সাথে খারাপ কর্ম,খারাপ দৃষ্টি,খারাপ কথা,মেয়ের চেহারার সৌন্দর্য ভোগের উদ্দেশ্যে তার দিকে তাকানো যাবেনা। মেয়ের বাবা ও আপনার বাবা যদি এ বিষয়ে সম্মত হয় তাহলে অবশ্যই বিয়ের আগ পর্যন্ত ভালোবাসা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ