শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

নিয়মিত মাসিক চক্র বলতে আমরা বুঝি যাদের মাসিক নিয়মিত ভাবে   ২৮  দিন পর পর বা  ৩০  দিন পর পর বা  ৩৩/৩৪  দিন পর পর বা  ৩৬/৩৭  দিন পর পর মাসিক হয় এবং ২/৩ দিন থেকে ৭ দিনের মধ্যে মাসিক স্থায়ী হয় বা ২/৩ দিন থেকে ৭ দিনের মধ্যে মাসিক ক্লিয়ার হয় ।এটাই নিয়মিত মাসিকের চক্র।  যেমন:- আপনার মাসিক হয় প্রতিমাসে  ৫/৪  তারিখে এবং  তা ৩-৭ দিন মধ্যে  স্থায়ী হয়  তাহলে ইহা আপনার নিয়মিত মাসিক চক্র বলে বিবেচিত হবে। আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ