আমার পেট ভুটভাট করে অর্থাৎ পেটের গন্ডগোল তিনবেলার খাবারের সাথে লেগেই থাকে। সে জন্য এমন একটি ট্যাবলেটের নাম সাজেস্ট করুন যেটি খেলে এ সমস্যা থেকে মুক্তি পাব। খাবার নিয়মসহ বলবেন। বয়স ২১।
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ইহা   গ্যাস্ট্রিক এর কারনে হয়ে থাকে,সাথে মুখে পানি জমা অর্থাৎ ঘন ঘন থুঃথুঃ আসতে পারে । এছাড়াও বদহজম এর কারনেও হয়ে থাকে। আপনি পানি পান করুন বেশি করে। সাথে মেডিসিন বিভাগের ডাক্তারের চিকিৎসা নিন। আপনি

  1. tab , pantonix 20 mg 1+0+1 খাবার আগে ৫ দিন
  2. tab Omidon10mg  1+1+1 খাবার পর ৫ দিন
  3. সিরাপ, হেপাটোলিন ২ চামচ করে সকাল রাত।  
 উক্ত ঔষধ চিকিৎসক কে কল করে জানিয়ে ক্রয় করুন। এছাড়াও চিকিৎসক এর পরামর্শে সাথে রাখুন।
ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ