তারা ফোন গুলো ১০০% চেক করে নেওয়ার সুযোগ ,৭দিনের গ্যারান্টি, ১/২ বসরের ওয়ার্রেন্টি ,এবং ইন্টেক ফোন দেবে এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে , এই বর্ণনার সাথে বাস্তবতার মিল কত টুকু,পন্য গুলো কি অফিসিয়াল ফোন গুলোর মত অর্জিনাল?  নাকি ভেজাল আছে?  
Share with your friends
Call

বিক্রয় ডট কম একটা বিক্রয়ের সাইট,এখন এখানে বিভিন্ন বিক্রেতা থাকতে পারে, যেমন আপনি অ্যাকাউন্ট খুলে একটা পঁচানব্বই হাজারের আইফোন বিক্রি করলেন বাইশহাজার টাকায় কিন্তু আপনি আগে থেকেই জানেন এটা নকল ফোন যা আপনি মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করলেন ,যেমন ফেসবুকে আইডি খুলে খারাপ ভালো পোস্ট দেন এটা আপনার ইচ্ছা, ওখানে আসল বা নকল সবরকম ফোনই বা প্রডাক্ট আসল বা অফিসিয়াল বলে বিক্রি করে,ওই জায়গায় বসে বিক্রেতারা বিক্রি করে সেটা ওই প্লাটফর্ম,এখন আপনি নিতে চাইলে অবশ্যই ভালো করে আইএমইআই নাম্বারটা চেক করে নিবেন,না হলে বোকা বানিয়ে ঠকাতেও পারে।

Talk Doctor Online in Bissoy App