Call

এসব সমস্যার সরাসরি কোন উত্তর হয় না। পরিস্থিতি আর সুবিধা অসুবিধা মাথায় রেখে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয়। আগের একটি প্রশ্ন থেকে যেটা ধারণা করা যায় সেটা হল আপনার স্বামী আপনার এবং আপনার মেয়ের খুব একটা খোঁজ খবর নেয় না। তার মনে যদি তেমন ভালোবাসা থাকত তাহলে সে অবশ্যই দেশে ফিরে আসত অথবা আপনার সাথে ভাল ব্যবহার করত। এখন আপনাকে ধৈর্য্য ধারণ করা ছাড়া উপায় নেই। যেহেতু যাবার মত যায়গাও নেই। আপনার স্বামী যদি নিজে থেকে আপনার কষ্টটা অনুভব না করে তাহলে আপনার দূর্ভাগ্যই বলা চলে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আপনার স্বামীকে ঠিকই চান কিন্তু ওনার খুব একটা ভ্রুক্ষেপ নেই। একমাত্র আল্লাহ ই পারে আপনার সংসারে সুখ ফিরিয়ে আনতে। আর অন্য যেই উপায় আছে সেটা হল তালাক। যদিও ইসলাম এই ব্যাপারে কখনো উৎসাহ দেয় না যদিনা সেটা অবশ্যম্ভাবী হয়। দীর্ঘদিন স্ত্রী সন্তান ফেলে বিদেশে থাকাটা ইসলাম সমর্থন করেনা। যদিও সে রোজগারের জন্য বের হয়েছে। কিন্তু পরিবারের হক আদায় করাটাও তার দায়িত্ব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ