আমি কৃষিতে ডিপ্লোমা শেষ করেছি ২০১৪ সালে। কিন্তু এসএসসি পাশ করার পরে ০৪ (চার) বাছর ধরে ডিপ্লোমায় পড়ালেখা করে এবং তারপর সেশন থেকে আরো কয়েকমাসকে বিদায় দিয়ে যদি ২ (দুই) বছর মেয়াদি এইসএসসি সমমান দিয়ে ডিগ্রী তে ভর্তি হতে হয় কিংবা সমমান দিয়ে চাকরি নিতে হয় তাহলে আমার ডিপ্লোমা করে লাভ কি? হয়তো বলবেন ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা হচ্ছে বাস্তব মুখি শিক্ষা। মেনে নিলাম, কিন্তু তারমানে তো এই নয় যে ডিপ্লোমা পড়ালেখা করলে বাংদেশের সমস্ত ডিগ্রী শেষ করে ফেলেছি, তাই নয় কি?  দয়া করে কি কেউ জানাবেন, ডিপ্লোমা শেষ করার পরে :- ১। কেনো কোনো বিশ্ববিদ্যালয়ে চাঞ্জ নেই? ২। কেনো দুই বছরের সমমান দেওয়া হয়? ৩। ডিপ্লোমা শেষ করে কোন ডিগ্রীর কোন সেমিস্টার ভর্তি হওয়া যায়? ৪। শিক্ষা বোর্ডে কেনো কোনো প্রকারের নির্দেশনা দেয় না, প্রভৃতি।
শেয়ার করুন বন্ধুর সাথে