কওমি মাদ্রাসায় পড়ালেখার যে ধাপ গুলো কারো জানা থাকলে বলবেন প্লিজ। শুরু থেকে শেষ পর্যন্ত। 
শেয়ার করুন বন্ধুর সাথে
প্রাথমিক পর্যায়
--------------------
প্লে (প্রথম শ্রেণী) 
মক্তব ( দ্বিতীয় শ্রেণী)
নাযিরা (তৃতীয়)
উর্দূখানা (চতুর্থ)
ফারসিখানা (পঞ্চম)

মাধ্যমিক পর্যায়
--------------------- 
জামাতে মিজান (ষষ্ঠ)
জামাতে নাহবেমীর (সপ্তম)
জামাতে হেদায়াতুন্নাহু (অস্টম)

উচ্চ মাধ্যমিক 
-------------------
জামাতে কাফিয়া (নবম ও দশম) 
জামাতে শরহে বেকায়া (একাদশ)

ডিগ্রী
--------
জামাতে জালালাইন (দ্বাদশ)
জামাতে মেশকাত (ত্রয়োদশ)

মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এন্ড এরাবিক) 
-----------------------------------------------------------
জামাতে দাওরায়ে হাদীস 

উচ্চতর ডিগ্রী (পিএইচডি)
------------------------------------
তাখাসসুস ফি উলুমিল কুরআন (তাফসীর)
তাখাসসুস ফি উলুমিল হাদীস
তাখাসসুস ফিল এফতা (মুফতী) 
তাখাসসুস ফিল আদাব (আরবী সাহিত্য)
তাখাসসুস ফিত তারীখ (ইতিহাস)
তাখাসসুস ফিদ দাওয়াহ (ইসলাম প্রচার)
তাখাসসুস ফিল ইকতিসাদ (অর্থনীতি) 
তাখাসসুস ফিল কিরাআহ (তেলোয়াত) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ