আসসালামু আলাইকুম!! আমার এক কাজিন এর একটা মেয়ের সাথে ২০১৩ সাল থেকে রিলেশন। সেই সময় থেকে এখন পর্যন্ত  তাদের মধ্যে অনেকবার ফিজিক্যাল রিলেশন হয়। তিনবছর আগে সে তার বাড়িতে বাবা-মার কাছে এই মেয়ের কথা বলে বিয়ে করার জন্য। তার ফ্যামিলি খোঁজ নেবার পর মেয়ের ফ্যামিলিকে পছন্দ করেনি এবং ছেলেকে জানিয়ে দেয় যে তারা এখানে আত্মীয়তা করবেনা। এই তিন বছরে সে অনেককে দিয়েই পরিবারকে বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু তার ফ্যামিলি কিছুতেই এই মেয়েকে মানছেনা। তার মা পর্যন্ত বলে দিয়েছে যে যদি ঐ মেয়েকে বিয়ে কর তাহলে আমার কবরেও মাটি দিতে আসবে না। এখন ছেলের অবস্থা অনেক খারাপ। সে পারছেনা বাবা-মাকে ছাড়া বিয়ে করতে আবার পারছেনা মেয়েকে ছেড়ে দিতে।ছেলের কথা হল মেয়েটা দীর্ঘদিন ধরে তার পাশে আছে। বিয়ে করার আশায় তার সাথে ফিজিক্যাল রিলেশন করেছে।এতোদিনের একটা রিলেশন একসাথে ঘুরা, থাকা, খাওয়ার কতো স্মৃতি? এগুলো সে জীবনও মুছে দিতে পারবেনা।আর পরিবারের জন্য এই মেয়েকে ছেড়ে দিলে সারাজীবন মেয়েটা একটা কষ্ট নিয়ে থাকবে। তাকে অভিশাপ দিবে। সে মেয়েটার কাছে সারাজীবন অপরাধী হয়ে থাকবে। এখন তার কি করা উচিত? কোরআন-সুন্নাহের আলোকে ছেলেটার কিভাবে সমস্যাটা সমাধান করা উচিত জানাবেন প্লিজ!! ছেলে যদি তার পরিবার ছাড়াই বিয়ে করতে চায় তাহলে কোরআান ও সুন্নাহ অনুযায়ী এ বিয়েটা কতটুকু বৈধ হবে জানাবেন। মেয়ের পরিবারের সবাই বিয়েতে রাজি আছে ||
শেয়ার করুন বন্ধুর সাথে