শেয়ার করুন বন্ধুর সাথে
  • রাসূল (সাঃ)-এর শাসন ১৯টি দফতর, মন্ত্রণালয় বা বিভাগে বিভক্ত ছিলো। যথাঃ
  1. রাষ্ট্রপ্রধানের ব‍্যক্তিগত বিভাগ।
  2. সীলমোহর বিভাগ।
  3. ওহী লিখন বিভাগ।
  4. পত্রলিখন ও অনুবাদ বিভাগ।
  5. অভ‍্যর্থনা বিভাগ।
  6. দাওয়াত ও শিক্ষা বিভাগ।
  7. জাতি ও গোত্রসমূহের মধ‍্যে যোগাযোগ বিভাগ।
  8. প্রতিরক্ষা বিভাগ।
  9. নিরাপত্তা বিভাগ।
  10. জল্লাদ বিভাগ।
  11. বিচার বিভাগ।
  12. হিসাব সংরক্ষণ ও অর্থ বিভাগ (বায়তুল মাল)।
  13. যাকাত ও সাদকাহ বিভাগ।
  14. জনস্বাস্থ্য বিভাগ।
  15. শিক্ষা বিভাগ।
  16. পরিসংখ্যান বিভাগ।
  17. কৃষি ও বন বিভাগ।
  18. নগর প্রশাসন বিভাগ।
  19. স্থানীয় সরকার বিভাগ।
  • তথ‍্যসূত্রঃ মুসলিম বিশ্বের ডায়েরী, আবুল কালাম আজাদ।
  • ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ