এক ব্যক্তি তার ২০ মিটার সামনে থাকা দেওয়াল থেকে দূরে ২০ মিটার/সেকেন্ড বেগে পিস্তল থেকে গুলি ছুড়ে দেওয়ালের বিপরীত দিকে দৌড়াতে লাগলো।ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রী সেলসিয়াস। এখন লোকটি দেয়াল থেকে কত দূরে প্রতিধ্বনি শব্দ শুনতে পাবে? 
শেয়ার করুন বন্ধুর সাথে

ধরি, লোকটি t sec পর x দূরত্ব অতিক্রম করে শব্দটি শুনতে পাবে।  এখন, সে সময় শব্দটি অতিক্রম করবে, 40-x মি. এখন, লোকটি ১ সেকেন্ড সময়ে অতিক্রম করে 20 m  t সময়ে অতিক্রম করে 20t মি. x=20t t = x/20.........(1) বাতাসে শব্দের বেগ, v = 332+(30×0.6)=350 ms-1 t সময়ে শব্দ অতিক্রম করবে, 350t m 40 - x = 350t 40- x = 17.5 x [(1) হতে] 40 = 18.5x x = 2.16 m অতএব, লোকটি দেওয়াল থেকে ( ২০-২.১৬) বা ১৭.৮৪ মিটার দূরে প্রতিধ্বনির আওয়ায শুনতে পাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ