আমি দশম শ্রেণীতে পড়ি। আমি পাইলট হতে চাই এর জন্য আমাকে ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে হবে। ইংরেজিতে দক্ষ হতে গেলে আমি কি করতে পারি?
Share with your friends
Ronu

Call
আপনি খুব সহজে ইংরেজীতে speaking skill বাড়াতে পারবেন নাম এর জন্যে আপনাকে নিয়মিত কিছু rules ফলো করতে হবে। ইংরেজী practice করতে হবে। যদিও ইংরেজী আমাদের মাতৃভাষা নয়। তবে আপনি চেষ্টা করলে easily ইংরেজী শিখতে পারবেন।
আশেপাশে বা স্থানীয় এলাকায় কোন spoken english club বা coaching centre থাকলে ভর্তি হতে পারেন। এটিই অনেক ভালো। সহজে আপনি ইংরেজী শিখে নিতে পারবেন।
এছাড়া ঘরে বসে নিজে নিজেই ইংরেজী শিখতে পারেন। এরজন্যে প্রতিদিন আপনার অবসর সময়ে কোন dictionary পড়ুন। ডিকশনারী পড়লে আপনি সহজে ইংরেজী আয়ত্ত করতে পারবেন।
এছাড়া ভালোভাবে ইংরেজী বলার জন্যে grammar এর প্রয়োজন। এর জন্যে আপনি কোন লাইব্রেরি থেকে ভালো গ্রামার বই কিনে practice করুন regularly এছাড়া বিভিন্ন বই পাওয়া যায় যেগুলো ইংরেজি তে speaking skill বৃদ্ধিতে সহায়ক এরকম বই কিনুন।
নিচের দুইটি বই আপনি কিনে practice করতে পারেন। আশা করি কিছু উপকার পাবেন –
  1. A high level English Course book ( book 1, 2, 3)
  2. Word making Tactics ( book 1, 2, 3 )
এছাড়া, Play Store বিভিন্ন অ্যাপ রয়েছে আপনাকে সহায়তা করতে পারে। Hello English অ্যাপ এইজন্যে ব্যবহার করতে পারবেন। কোন word এর correct pronunciation এর জন্যে English Bangla Dictionary use করতে পারেন।
ইংরেজী newspaper পড়ুন এবং বিভিন্ন ম্যাগাজিন পড়তে পারেন বিশেষত ইংরেজী যেগুলো। প্রচুর vocabulary পড়ুন। গ্রামারের রুলস গুলো করুন এতে আপনি দ্রুত ইংরেজী শিখতে পারবেন। grammar হিসেবে Tense, Sentence, Article, Verb, Prepostion, Use of right from verb, Parts of speech, Sentence connectors ভালোভাবে পড়ুন। ইউটিউব এ ইংরেজী ও speaking english নিয়ে বিভিন্ন ভিডিও দেখুন। এছাড়া Translation পড়ুন। Translation ভালোভাবে জানলে সহজে ইংরেজী শিখতে পারবেন। আশা করি দ্রুত উন্নতি লাভ করতে পারবেন৷
Talk Doctor Online in Bissoy App