Share with your friends
Call

ইংরেজি 'Folklore' শব্দটির বাংলা অর্থ 'লোকাচার বিদ্যা' বা 'লোককাহিনী'। উইলিয়াম থমস 'ফোকলোর' কথাটির উদ্ভাবক। ১৯৪৮ সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয়। এ সমিতি লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। যে সমিতি লোকশিল্প ও গান, উৎসব-অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা ধরণের কাজ করে থাকে তাকে ফোকলোর সোসাইটি বলে। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App