Disopan 1 এই ট্যাবলেটটি কিসের চিকিৎসায় ব্যবহার হয় আর এর পার্শপ্রতিক্রিয়া কি কি।প্লিজ কারো জানা থাকলে বলুন
Share with your friends
Jamiar

Call

ইহা অনিদ্রা চিকিৎসায় ব্যবহৃত, এছাড়াও মৃগী রোগের রুগিকে উক্ত ঔষধ সেবনের পরামর্শ দেন চিকিৎসক। এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া  হলো Disopan   এর ক্ষেত্রে সব চাইতে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবনমনের সাথে সম্পর্কিত।  প্রায় ৫০% রোগীর ক্ষেত্রে ঝিমুনিভাব ও ৩০% রোগীর ক্ষেত্রে এটাক্সিয়া হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই প্রতিক্রিয়া সময়ের সাথে কমে যেতে পারে।  প্রায় ২৫% ক্ষেত্রে রোগীর আচরণগত সমস্যা পাওয়া গিয়েছিল এবং ৭% রোগীর লালা নিঃসরণ বৃদ্ধি পেয়েছিল। ঝিমুনি, অবসাদ, বিভ্রান্তি ও মাথা ঘোরা। এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায়, বিরল ক্ষেত্রে মুখ শুকনো থাকা, মাথা ব্যথা, অতিসংবেদনশীলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অধিক সেবনে রুগি কোমায় যেতে পারে বা মৃতু হতে পারে তাই উক্ত ঔষধ চিকিৎসক এর পরামর্শ ব্যতীত সেবন যোগ্য নহে।

Talk Doctor Online in Bissoy App

ডিসোপ্যান মূলত ঘুমের ওষুধ |এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক না |

ইউটিউবে আমি 


Talk Doctor Online in Bissoy App