শেয়ার করুন বন্ধুর সাথে

সমন্বয়ক এর ক্ষমতা বিশেষজ্ঞ এর চেয়ে অনেক বেশি।

একজন সমন্বয়কের যেসব অতিরিক্ত ক্ষমতা রয়েছে, সেগুলো হলোঃ-
Editing posts silently
অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন
কাউকে ব্লক/আনব্লক করা।
কাউকে পদোন্নতি/ডিমোশন করা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

Bissoy Answers এ সবার ই সমান ক্ষমতা রয়েছে। আসলে সাধারণ সদস্য, বিশেষজ্ঞ, সম্পাদক, সমন্বয়ক সবাই সমান। কারুর কোন অতিরিক্ত ক্ষমতা নেই। তবে কার্যক্রমের ভিত্তিতে বিস্ময়ে ব্যাক্তিদের কিছু সুবিধা দেওয়া হয়েছে। এর কারণ হলো বিস্ময় এর নিয়ম সুশৃঙ্খল ভাবে পরিচালনা করা। বিশেষজ্ঞ ও সমন্বয়কের কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ ও সমন্বয়কের কিছু পার্থক্য রয়েছে। সমন্বয়কের অতিরিক্ত সুবিধাদিঃ

  1. প্রশ্ন জিজ্ঞাসা
  2. উত্তর অপছন্দ করা
  3. যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা
  4. যে কোন প্রশ্ন সম্পাদনা
  5. যে কোন উত্তর সম্পাদনা
  6. যে কোন মন্তব্য সম্পাদনা
  7. Editing posts silently
  8. যে কোন প্রশ্ন বন্ধ করা
  9. যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা
  10. অজ্ঞাতকুলশীল পোস্টের আইপি দর্শন
  11. Viewing who voted or flagged posts
  12. পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান
  13. যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা।

বিশেষজ্ঞের অতিরিক্ত সুবিধাদিঃ

 
  1. প্রশ্ন জিজ্ঞাসা
  2. উত্তর অপছন্দ করা
  3. যে কোন প্রশ্নকে পূনঃরায় বিভাগ বন্টন করা
  4. যে কোন প্রশ্ন সম্পাদনা
  5. যে কোন উত্তর সম্পাদনা
  6. যে কোন মন্তব্য সম্পাদনা
  7. যে কোন প্রশ্ন বন্ধ করা
  8. যে কোন প্রশ্নের জন্য উত্তর নির্বাচন করা
  9. Viewing who voted or flagged posts
  10. পোস্ট অনুমোদন কিংবা অননুমোদন দান
  11. যে কোন পোস্ট প্রদর্শন করানো কিংবা লুকিয়ে রাখা

Editing posts silently এই সুবিধাটি বিশেষজ্ঞের নেই এই পার্থক্য রয়েছে। এছাড়া সমন্বয়ক সদস্যের পদোন্নতি করতে পারেন। যা বিশেষজ্ঞগণ করতে পারেন না। যেকোন সদস্যকে ব্লক আনব্লক করতে পারেন। কিন্তু একজন বিশেষজ্ঞ করতে পারেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ