সাকিবকে ১৮ মাসের জন্য বাদ দিলো কেনো  
শেয়ার করুন বন্ধুর সাথে
Sadiq islam

Call

সাকিবের কাছে ২ বছর আগে ম্যাচ ফিক্সিং করার করার একটা অফার এসেছিল। সাকিব সে অফার প্রত্যাখ্যান করেন। কিন্তু এ ব্যাপারটি icc কে জানায়নি। আর, না জানানো টা icc নিয়ম অনুযায়ী অপরাধ। এই অপরাধের প্রেক্ষিতেই সাকিবকে icc দেড় বছরের নিষেধাজ্ঞা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

৩ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি*কিন্তু বিষয়টির কথা আইসিসি বা বিসিবিকে না জানানোয় তার নিষেধাজ্ঞা পড়ে*

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাকিবকে দীপক আগারওয়াল নামে একজন তিনবার ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিল।কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন।ম্যাচ ফিক্সিং এর ঘটনা আইসিসি ও বিসিবির কাছ থেকে গোপন করার জন্য তাকে ২ বছর নিষিদ্ধ করা হয় ।পরে দোষ স্বীকার করার জন্য তার শাস্তি ১ বছর কমানো হয়।

তথ্যসূত্র:দৈনিক করতোয়া ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ