ArmanXPC

Call

এলিয়েন...ব্যাপারটা অত্যন্ত কম্প্লিকেটেড। আসলে আমরা কেওই ঠিক করে কিছু বলতে পারি না কারণ মহাবিশ্ব এতটা বড়যে আমরা শুধু অনুমান করতে পারি এবং সম্ভাবনা বলতে পারি। এখন,এলিয়েনের প্রসঙ্গে কুরআনে কয়েকটা আয়াত আছে তবে ওটা দ্বারা এলিয়েন বোঝানো হয়েছে কি না তা আমি সিওর না যেহেতু আমি কুরআন বিশারদ না।তবে অনেকে এ আয়াত দ্বারা এলিয়েন বুঝিয়েছে। কিন্তু আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে বললে হ্যা এলিয়েন আছে তবে মহাবিশ্ব এত বড় তাদের আমরা খুজে পাবো না, কোটি কোটি গ্যালাক্সিতেকোনো না কোনো গ্রহে বিবর্তনের মাধ্যমে অন্য প্রজাতি তৈরী হতেই পারে,হয়তো তারা এখনো বিবর্তনের পর্যাযে আছে বা এখনো বুদ্বিমত্তা সম্পূর্ণ বিকশত হয় নি যেমন ধরুন এখন সেখানে বিবর্তন চলছে গরু ছাগলের মতো কিছু আছে। আর একটা প্রজাতি যতই বুদ্বিমান হোক না কেন মহাবিশ্বের নীতি অমান্য করতে পারে না যেমন অতীতে ফিরে যাওয়া।সুতরাং তারা কখনোই এত দ্রুত পরিভ্রমন করতে পারবে নাা যাতে করে আমাদের কাছে পৌছাতে পারবে,কারণ আমরা জানি মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। অতএব এলিয়েন আমরা আদৌ খুজে পাবো কিনা সন্দেহ অথবা তাদেরও ইচ্ছে নেই আমাদের খোজার হয়তো তাদের আমাদের কোনো প্রয়োজনই নেই তারা নিজেরাই সুখী। তবে নাসা প্রেডিক্ট করে আগামি ৪৪০ কোটি বছরের মধ্য আমাদের সোলার সিস্টেমে মঙ্গলে এভাবে সবকিছু পড়ে থাকলেও কোনো প্রানীর উদ্ভব হবেই।তাহলে আমরাই কি সর্বপ্রথম বুদ্বিমত্তা যা মহাকাশ পর্যবেক্ষন করছে নাকি অন্য প্রজাতি দূর আকাশ থেকে দেখছে ছোট্ট এই পৃথিবীকে...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ