Call

আপনি এ বিষয়ে ইউটুবে সার্চ করে বিভিন্ন আলেমদের মতামত  দেখতে পারেন

আপনার জন্য ভালো হবে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হ্যা, আপনার পড়ার প্রয়জন নেই, শুধু শুনলে হবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না সব সূরা পড়তে হবে না। তবে সূরা ফাতিহা নিয়ে মতবিরোধ রয়েছে। সূরা ফাতিহা যখন ইমাম বাতেনি মানে নিঃশব্দে পরে তবে আপনার শুধু সূরা ফাতেহা পরে নেয়া উত্তম। আর যদি সূরা ফাতিহা ইমাম উচ্চস্বরে পরে তবে আপনি তা শ্রবন করবেন।  তবে কেউ কেউ ইমামের উপর সব দায়িত্ব ছেরে দিয়ে সব সময় চুপ থাকে এ নিয়ে বিবাদ করার কিছুই নাই।আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জামাতের সহিত নামাজ পড়িলে মুক্তাদি কিরাত ও সূরা ফাতিহা কিছুই পড়িবে না। বরং নামাজের ধ্যানে ইমামের কিরাত শুনিতে থাকিবে এবং চুপ করিয়া এই ধ্যানে দাঁড়াইয়া থাকিবে। 


- হযরত আবূ হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) বলিয়াছেন অনুসরনের জন্যই ইমাম নিযুক্ত করা হয়। ইমাম "আল্লাহ আকবার" বলিবে,তখন তোমারাও " আল্লাহ আকবার" বলিবে। ইমাম যখন কিরাত পড়িবে, তখন তোমারা চুপ করিয়া থাকবে।( দলিল,  আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজহ্, মিশকাত, মিরকাত,বজলুল মাজহুদ সহ অসংখ্যা হাদীস) 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর একটি সহি হাদিস আছে। তিনি বলেন: [ইমামের কেরাত মুক্তাদির কেরাত এর সমতুল্য]। অর্থাৎ,  যদি কোন ব্যক্তি কোন একজন ইমামের ইক্তিদা করে সুতরাং তার পড়ার কোন প্রয়োজন নেই। 
  • এমনকি এ ব্যাপারে আলেমদের নিষেধাজ্ঞা আছে আল্লাহ তা'আলা বলেন:  فاستمعوا له وانصتوا 
  • অর্থাৎ কেরাত তোমরা খুব মনোযোগ সহকারে শুন এবং উত্তমরুপে চুপ থাকো । 
  • মনোযোগ সহকারে শোনার জন্য চোখ থাকা আবশ্যক; এটা সর্বসম্মত। সুতরাং মুক্তাদী কেরাত পড়বে না। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ