উপরে উল্লেখিত বৈশিষ্ট‍্যগুলো একজন মাদী কবুতরের। তাই আপনার এই কবুতরটি মাদী। মাদী কবুতর আস্তে আস্তে ডাকে তথা ডাকের শব্দ কম, তবে বাকুম বুঝা যায়। হাত দিলে ঠোকর দেয়। এমনিতেই মাদী কবুতর খুব একটা ডাকে না। খোঁচা দিলে ডাক দেয়। মাদী কবুতরের আস্তে আস্তে ডাকা কোনো সমস্যা নয়, বরং এটা মাদী কবুতরের স্বাভাবিক আচরণ। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ