মৃদগত ও মৃতভেদী অঙ্কুরোদগম সম্পর্কে বলুন।


শেয়ার করুন বন্ধুর সাথে

বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলা হয় । যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য পানি ও অক্সিজেন প্রয়োজন । যখন ভ্রুণকান্ড উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতর থেকে যায় তখন তাকে মৃদগত অঙ্কুরোদগম বলা হয় । ধান‌ , ছোলা ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় মৃদগত অঙ্কুরোদগম । কখনো বীজপত্র সহ ভ্রুণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃতভেদী অঙ্কুরোদগম বলা হয় ।সাধারণত কুমড়ার, রেড়ী, তেঁতুল ইত্যাদিতে এই ধরনের অঙ্কুরোদগম দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ