হস্তমৈথুনের অভ্যাসের পরিণতিটা এমনই হয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন একটা ছেলের বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন হয়। তখন শরীরের অনেক বেশী পুষ্টি এবং বিশুদ্ধ পানির প্রয়োজন পড়ে। কারণ শরীর তার পরিপূর্ণতা তৈরী করার জন্য তখন একদম প্রস্তুত। কিন্তু এসময় যদি কেউ শরীরকে পর্যাপ্ত পুষ্টি এবং বিশ্রাম দিতে না পারে তবে শরীরে পরিপূর্নতা আসে না। এসময় যে ঘাটতিটা তৈরি হয় 25 বছর বয়সে আপনি যতই পুষ্টিকর খাবার খান না কেন শরীর ঐ সময় যতটা বর্ধিত হতে পারত তার ১ পারসেন্ট ও হবেনা। কারণ এটার সময় শেষ হয়ে গেছে। তেমনি পুরুষের যখন থেকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরী হয় তখন থেকেই যদি সে হস্তমৈথুন করা শুরু করে দেয় তবে তার ঘাটতি আর পূরণ হয় না। কারণ এই সময় দেহে সন্তান জন্মদানে সক্ষম হওয়ার জন্য কয়েক মিলিয়ন স্পার্ম তৈরী হয়। ত যখন এটা তৈরী হবে তখন যদি তৈরী হতে না দেন ত কিভাবে আপনি সন্তান জন্মদানে সক্ষম হবেন। আর এটা (বীর্য) দেহে যতক্ষণ থাকবে আপনি কাজ করার শক্তি পাবেন অন্যথায় স্বাভাবিক মানুষের মত চলাফেলা ও করতে পারবেন না। ঝিমিয়ে ঝিমিয়ে চলবেন আর কোনো ভারী কাজ করতে পারবেন না । শরীর সবসময় ক্লান্ত থাকবে আর ঘুম আসবে শুধু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ