Call

জ্বী,আপনার ফ্যানটি অলটারনেট কারেন্টে এবং চার্জে উভয়েই চলবে।যেহেতু ফ্যানটিতে ডিসি লেখা সেহেতু এটি ব্যাটারির মাধ্যমে সরাসরি চলবে।আবার যেহেতু এসি লেখা সেহেতু এটি দিক পরিবর্তনশীল তড়িৎ এর মাধ্যমেও চলবে।আমরা যাকে সাধারণত কারেন্ট বলি,আসলে সেটি অলটারনেট কারেন্ট বা এসি।বাংলাদেশে এই কারেন্ট ৫০ বার দিক পরিবর্তন করে ।আপনার ফ্যানের হার্জ দ্বারা মূলত এটিই বোঝায়।ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App