Call

না, এর চেয়ে বেশি স্পীডের র ্যাম চলবে না । একটা উদাহরণ দেয়া যাক । মনে করুন, আপনি এক প্লেট ভাত খেতে পারেন । আপনাকে যদি আমি ২প্লেট খেতে বলি আপনি পারবেন । কারণ আপনার ১প্লেট খেতে রুচি আছে । কিন্তু ২প্লেট খাওয়ার রুচি নেই । যদি জোরাজোরি করে আপনাকে খেতে হয়, তাহলে আপনার পেটের উপর বাজে প্রভাব পড়বে, আপনি ভালো হাঁটতে পারবেন না । এতে কোনো রকম ক্ষতি হয়ে গেল । এই কম্পিউটারের বেলাও সেই ব্যাপারটি, বেশি গ্রহণ করতে গেলে ক্ষতি হতে পারে । যদিও বেশি স্পীডের র ্যাম কাজ করে থাকে । আশা করি, বুঝতে পেরেছেন ।

Talk Doctor Online in Bissoy App