Call

উত্তরঃ হুক্কা।

ব্যাখ্যাঃ ১. যোগী নয় সন্ন্যাসী নয় মাথায় হুতাসন। হুতাসন শব্দের অর্থ আগুন। হুক্কার মাথায় যে কলকে থাকে তাতে আগুন রাখা হয়।
২. ছেলে নয় পিলে নয় ডাকে ঘনঘন। হুক্কার পানির পাত্রে যে পানি থাকে হুক্কাতে টান দিলে সেটা গড়গড় করে, মূলত সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে।
৩. চোর নয় ডাকাত নয় বর্ষা মারে বুকে। হুক্কার ধোয়া যা ফুসফুসের জন্য ক্ষতিকর, এমনকি যক্ষাও হতে পারে।
৪. কন্যা নয় পুত্র নয় চুমু খায় মুখে। এখানে এই লাইনটির ২ টি অর্থ হতে পারে। ক. যিনি হুক্কা পান করেন তিনি কন্যাই হোক আর তনয়ই হোক তাকে চুমুক বা চুমু দিয়েই পান করতে হবে। খ. অন্য অর্থটি হল স্ত্রী, পুত্র, কন্যা ব্যতিত সাধারণত আর কাউকে চুমু দেয়া হয় না, কিন্তু হুক্কা পান করতে হলে অবশ্যই চুমুক বা চুমু দিয়েই পান করতে হবে। 
ধন্যবাদ
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ