Jamiar

Call

প্রেগন্যন্সি থাকা কালিন সাদা স্রাব যাওয়া ভালো এতে যোনি পরিস্কার থাকে তবে বেশি বের হওয়া বা গন্ধযুক্ত সাদা স্রাব ক্ষতিকর হতে পারে । আর এই সাদা স্রাব এর সাথে মাসিকের রক্তপাত কিনা বা এটি সাদা স্রাব এর অংশ কিনা সেটা ভালো ভাবে নির্বাচন করুন। তবে আপনি প্রেগন্যন্সির ৩ মাস পর্যন্ত অপেক্ষা করুন দেখুন একই ভাবে বার বার এরকম কালো রক্ত আসে কিনা। আসলে গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিবেন এবং আল্ট্রাঃ করে নিশ্চিত হতে পারেন যে প্রেগন্যন্সির কোন সমস্যা হয়েছে কি না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ