কি ভাবে এই সেট এ youtube ব্যবহার করবো । এমন কোন লিংক আছে? যেটার মাধ্যমে youtube ব্যবহার করা যাবে ? থাকলে দেন
Share with your friends
Call

আপনার আগে মোবাইলটিতে ইউটুব সার্পোটেড হতো । কারণ নকিয়া ব্রান্ডের যেকোনো মোবাইলই চমৎকার, তাই এটার দামটাও বেশি। কিন্তু এখন যে মোবাইলটি ব্যবহার করছেন, তাতে ইউটুব সার্পোটেড নয় । আমার জানামতে, সাধারণত নকিয়া জাভা ফোনেই ইউটুব দেখা যায়, তাই এরকমটি হয়েছে ।

Talk Doctor Online in Bissoy App
SBSurya

Call

আপনি যদি ইউটিউব চালাতে চান তবে সেই ফোনে 3G থাকতে হবে আর আপনার বর্তমান ব্যবহৃত Samsung B350e ফোনটিতে 2G আছে কিন্তু 3G নেই । ইউটিউব 2G তে চলে না । আপনার ফোনে ইউটিউব চলবে না ।

Talk Doctor Online in Bissoy App

সৎ ও ভালো ব্যক্তিত্ত্য সবার প্রিয়। আপনার যেই সমস্যাটা হলো সেটা এখন আমি সমাধান করার চেষ্টা করবো। NOKIA র সাথে কনো জাভা ফোনের তুলনা হয় না। আপনি আপনার SAMSUNG ফোনে YOUTUBE চালানোর জন্যে আপনি ওপেরা (OPERA MINI) মিনি বা ইউসি ব্রাউজার (UC BROWSER) আপনার ফোনের ভার্শন ইউজ করতে পাড়েন। সেটাতে চলবে

Talk Doctor Online in Bissoy App