শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামী পরিভাষায়, বারযাখ হল মৃত্যু পরবর্তী কবরের রুহানী বা আত্বিক জীবন, যেখানে ব্যক্তি তার জীবনের কর্মফল প্রাথমিকভাবে ভোগ করে এবং কেয়ামত বা শেষ বিচারের দিন না আসা এভাবে তা চলমান থাকে। আত্মা হল কোন জীবের অংশ যা কোন শরীর নয়। দেহ যখন জীবিত থাকে, তখন এর ভেতরে একটি আত্মা থাকে। আর মৃত্যুর সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায়। ইসলামী শরীয়াহ মোতাবেক মানুষের মৃত্যু হলে তাদের আত্মা ইল্লিন এবং সিজ্জিনে চলে যায়। নিশ্চয়ই সৎকর্মশীলদের আমলনামা ইল্লিনে রয়েছে। তুমি কি জান ইল্লিন কি? একটি লিখিত কিতাব। নিশ্চয়ই সৎলোকগণ থাকবে পরম আরামে। (সূরা মুতাফফিফীন, আয়াত ১৮-২২) নিশ্চয়ই পাপীদের আমলনামা সিজ্জিনে রয়েছে। তুমি কি জান সিজ্জিন কি? একটি লিখিত কিতাব। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত। (সূরা মুতাফফিফীন, আয়াত ৭-১০)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ