না দুটি এক জিনিস নয়।  রূহ হলো যার মাধ্যমে আপনি বেঁচে আছেন অনেকে তাকে বিবেক বলে। আর মন হলো আপনার ভালো লাগা ও ভালোবাসার জন্য যে দায়ী তার নাম ।  রূহের কাজ আপনাকে সঠিক পথে পরিচালনা করা এবং মনের কাজ আপনাকে ভুল ও ভালো যেকোন পথে আকৃষ্ট করা। ইদ্যাদী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মন ঃ আমাদের বাম স্তনের দুই আঙ্গুল নিচে নফস আছে সেটাই আমাদের মন, জিহাদের ময়দানে ১০ জন কতল করা সহজ কিন্তু, নফস কন্ট্রোল করা অনেক কঠিন। এটি আমাদের ভালো ও খারাপ দুটা দিকেই টানে।


রূহ ঃ এটি হচ্ছে আমাদের প্রান, যার মাধ্যামে আমরা বেচে আছি তবে এটি কন্ট্রোল করা বা দেখা আমাদের নাগালের বাহিরে, এটি সম্পন্ন আল্লাহর কুদরত দ্বারা নিয়ন্ত্রত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ