সব VPN এ তো ফ্রি নেট দেয় না। তারপরও দেখি সবার VPN ব্যবহার করা লাগে। VPN ব্যবহার করে লাভটা কী?
Share with your friends
Unknown

Call

সবার কথা তো বলতে পারব না, তবে আমি ভিপিএন ব্যবহার করি প্রাইভেসির জন্য। 

তাছাড়া ভিপিএন ইউজ করলে আপনি কান্ট্রি ব্লক ওয়েবসাইটগুলো (যেমনঃ সামহোয়্যারইনব্লগ) ভিজিট করতে পারবেন। 

আপনি হয়ত জানেন যে গুগল আপনার প্রতিটি সার্চ ট্র‍্যাক করছে। ভিপিএন ব্যবহার করলে গুগল আপনার সার্চ ও আপনাকে ট্র‍্যাক করতে পারবে কিন্তু বুঝতে পারবেনা কাকে ট্র‍্যাক করছে। 



আপনাকে দিয়েই উদাহরণ দেই, আপনার আইপিকে ১ বছরের জন্য Wikipedia থেকে ব্লক করা হয়েছে।  কিন্তু আপনি যদি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু উইকি-তে আপনি ব্লক থাকবেন না।    

Talk Doctor Online in Bissoy App
BisnuRay

Call

ভিপিএন হলো ভারচুয়াল প্রাইভেট নেটওয়ার্ক । ভিপিএন দিয়ে আপনি একটি নিদিষ্ট লিমিট অনুযায়ি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । আপনার আইপিকে ব্লক করা সাইটে আপনি প্রবেশ করতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App