এবার আইডি খোলামাত্র জাতীয় পরিচয়পত্র কিংবা ই মেইল দিয়ে ভেরিফাইড করে রাখবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
JarinAnjum

Call

আপনার আইডি হ্যাক হয়ে যায় হয়তো ।একারণে আইডি খুললে ডিজেবল হয়ে যেতে পারে । ফেসবুক আইডিতে ভালো আর  উন্নত মানের পাসওয়ার্ড ব্যবহার করে দেখুন।আইডি খুলতে অভিজ্ঞ কারও সহায়তা নিন।আইডি ডিজেবল হবে না ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

১।একই ফোন নাম্বারে একাধিক আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন না। ২।আপনি ই-মেইল অ্যাড্রেস দিয়ে আইডি খুলুন,তাহলে আর ডিজাবেইল হবে না। ৩।পাসওয়ার্ড হতে হবে ইউনিক কমপক্ষে ১৫ বর্ণের পাসওয়ার্ড দিবেন,পাসওয়ার্ডে এই সমস্ত চিহ্ন যুক্ত করবেন @#৳%&!$, তাহলে কেউই আইডি হ্যাক করতে পারবে না। ৪।আইডি খুলার পর two-factor সিস্টেম অন করে রাখুন,তাহলে আইডির কোনোরকম সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ